আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র আশিকুজ্জামান আলভী চার দিন ধরে নিখোঁজ রয়েছে।
স্থানীয় মানিকখালী গ্রামের শফিউল আলমের পুত্র আলভী গত ৫ জানুয়ারি বাড়ি থেকে অভিমান করে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা, আত্মীয়স্বজন এবং বন্ধু-বান্ধব তাকে বিভিন্ন স্থানে খুঁজে দেখেছেন, তবে এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি।
পরিবার জানায়, নিখোঁজ হওয়ার সময় আলভী জিন্স প্যান্ট এবং কিছু জামাকাপড় সঙ্গে নিয়ে যায়। তারা জানিয়েছেন, সাতক্ষীরা শহরের কিছু হোটেলে তার মত একটি ছেলে কাজের খোঁজে গিয়েছিল বলে জানা গেছে, কিন্তু সেখান থেকেও তার সন্ধান পাওয়া যায়নি।
আলভী শ্যামলা বর্ণের এবং মাঝারি দেহের। তার সন্ধান পাওয়া গেলে পরিবারকে নিম্নলিখিত নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে:
পিতা: ০১৭২৮২৪০৮৮৩
মা: ০১৭৫৯১৭১১৪৬
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.