মান্দা (নওগাঁ) প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৪ (মান্দা) আসনে জামায়াতের প্রার্থী মো. আব্দুর রাকিবকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নওগাঁর সিভিল জজ আদালতের বিচারক ও নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান মো. শিমুল সরকার নোটিশ প্রদান করেন।
নোটিশে বলা হয়েছে, রাকিব সম্প্রতি একটি খেলার অনুষ্ঠানে ভোটারদের উদ্বুদ্ধ করতে প্রকাশ্যে টাকা বিতরণ করেছেন এবং একই সময়ে ভোট চাওয়ার বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হয়েছে। নির্বাচনে প্রার্থী হিসেবে তার এই কার্যকলাপ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৪ ও বিধি ১৮ লঙ্ঘন বলে মনে করা হচ্ছে।
নোটিশে রাকিবকে আগামী ১৫ জানুয়ারি বেলা ১১:৩০ মিনিটে নওগাঁর সিভিল জজ আদালতে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এই বিষয়ে মো. আব্দুর রাকিব সাংবাদিকদের বলেন, “এখনো আমি কোনো শোকজের নোটিশ পাইনি। খেলার অনুষ্ঠানে ভোটারদের উদ্বুদ্ধ করতে টাকা দেওয়া বা ভোট চাওয়ার কোনো ঘটনা মনে পড়ছে না। নোটিশ হাতে পেলে আমি আদালতে হাজির হয়ে আমার ব্যাখ্যা দেব।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.