দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
এটিএন বাংলা, এটিএন নিউজ (পটুয়াখালী উপকূল) ও দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি এবং মহিপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদ রিপনের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে প্রেসক্লাব দুমকি।
আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ঢাকার মিরপুর ইসলামী ব্যাংক হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
জাহিদ রিপনের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে পটুয়াখালী জেলার সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে। এক শোক বার্তায় প্রেসক্লাব দুমকির নেতৃবৃন্দ বলেন, জাহিদ রিপন ছিলেন উপকূলীয় সাংবাদিকতার এক উজ্জ্বল নক্ষত্র। তার মৃত্যুতে পটুয়াখালী জেলা একজন নিবেদিতপ্রাণ ও দক্ষ সংবাদকর্মীকে হারালো। সাংবাদিকতা পেশায় তার অবদান অপূরণীয়।
দুমকি প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্যবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, জাহিদ রিপন মাঠ পর্যায়ের সাংবাদিকতায় একজন সাহসী কণ্ঠস্বর হিসেবে পরিচিত ছিলেন। বিশেষ করে উপকূলীয় অঞ্চলের মানুষের দুঃখ-দুর্দশা জাতীয় গণমাধ্যমে তুলে ধরতে তিনি অগ্রণী ভূমিকা পালন করতেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.