মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুরে এক কলেজছাত্র ইজিবাইকে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়ে ঢাকায় হাসপাতালে মারা গেছেন। নিহতের নাম শিমুল হোসেন (১৮)।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বুধবার বিকেলে শিমুল বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বের হন। যশোর-চুকনগর সড়কের ফকিররাস্তা এলাকায় ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তারা একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা খায়। এতে শিমুলসহ তার দুই বন্ধু আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দুই বন্ধু প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেলেও শিমুলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
রাতেই উন্নত চিকিৎসার জন্য শিমুলকে ঢাকায় নেওয়া হয়, কিন্তু রাত ৩টার দিকে সেখানে তিনি মৃত্যুবরণ করেন। শিমুল স্থানীয় একটি কলেজে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। তিনি মনিরামপুরের মাছনা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের ছেলে।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রজিউল্লাহ খান জানান, তারা সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহতের খবর পেয়েছেন।

