নরসিংদী প্রতিনিধি
নরসিংদী সদর উপজেলার ‘অমৃতসাগর’ অডিটোরিয়ামে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষকদের প্রতি আহ্বান জানান, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান নিশ্চিত করতে।
এ সময় উপজেলা নির্বাচন অফিসার আবদুল্লাহ আল-নোমানও বক্তব্য দেন। তিনি নির্বাচনকালীন দায়িত্ব, আইনগত বিষয় ও সমন্বয় সম্পর্কিত নানা বিষয় তুলে ধরেন। এছাড়া ভোটকেন্দ্রের প্রয়োজনীয় সংস্কার, সিসি ক্যামেরা স্থাপন ও নিরাপদ ভোটপ্রক্রিয়া সুনিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল সগীর সভাপতিত্ব করেন। নরসিংদী সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক-শিক্ষিকারা সভায় উপস্থিত ছিলেন।

