Nabadhara
ঢাকাশুক্রবার , ৯ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জ এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১,আহত ১৫

মুন্সীগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ৯, ২০২৬ ৯:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

ঘণ কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখানে একটি থেমে থাকা পণ্যবাহী ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১৫ জন।

শুক্রবার (৯ ই জানুয়ারি) ভোর ৫ টার দিকে সিরাজদিখান উপজেলার নিমতলা রেল স্টেশন সংলগ্ন এলাকায় এক্সপ্রেসওয়েতে ওই দূর্ঘটনা ঘটে।

শ্রীনগর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সূত্র জানায়, এক্সপ্রেসওয়ের পাশে ঢাকামুখী লেনে একটি থেমে থাকা পণ্যবাহী ট্রাককে পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সজোরে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে বাসের ভেতর আটকে পড়ে যাত্রীরা। এ সময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত হয় অন্তত আরও ১৫ জন।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং আহতদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।

বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ভোরে ঘন কুয়াশায় আচ্ছাদিত ছিলো এক্সপ্রেসওয়ে। সামান্য দূরত্বে কিছু দেখা যাচ্ছিলো না। এতে মহাসড়কে থেমে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় বাসটি।

এ সময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত হয় অন্তত ১৫ জন। আহতদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।