একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ পৌর শহরের ধোপাখালী এলাকায় সুমি দাশ চৌধুরী (২১) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ প্রধান আসামি বিশাল শেখর দাসকে (২৪) গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এজাহার সূত্রে জানা যায়,গত বুধবার
(৭জানুয়ারি,২০২৬)
তারিখে ধোপাখালী এলাকায় অভিযুক্তদের ভাড়া বাসায় সুমি দাশ চৌধুরীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। নিহত সুমি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বাবলী রানী চৌধুরীর মেয়ে।
এই ঘটনায় নিহতের মা বাদী হয়ে স্বামী বিশাল শেখর দাস, শাশুড়ি রীপা দাস ও শ্বশুর কুলেন্দু শেখর দাসের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর থেকেই আসামিরা পলাতক ছিল। তবে ঘটনার গুরুত্ব বিবেচনায় পুলিশ দ্রুত তদন্তে নামে। গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি বিশাল শেখর দাসকে গ্রেপ্তার করে।
নিহতের পরিবারের দাবি, বিয়ের পর থেকেই সুমিকে বিভিন্ন সময় যৌতুক বা পারিবারিক কারণে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। গত ৭ জানুয়ারি বিকেলে নিহতের পরিবারকে মোবাইলে জানানো হয় সুমি মারা গেছে। হাসপাতালে গিয়ে তারা সুমির গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান এবং সন্দেহ করেন তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. রতন শেখ (পিপিএম) এর কাছে জানতে চাইলে তিনি বলেন,গ্রেপ্তারকৃত প্রধান আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ আরও স্পষ্টভাবে জানা যাবে।

