হাসান শাহরিয়ার পল্লব,পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে নওগাঁর পত্নীতলায় বিশেষ প্রচারণা চালিয়েছে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’।
বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) বেলা ১১ টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ‘সুপার কারাভান’ বহরের এই ভ্রাম্যমাণ গাড়িটি নজিপুর পাবলিক মাঠে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে।
‘দেশের চাবি আপনার হাতে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর পত্নীতলায় এই কার্যক্রম পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ এই ‘ভোটের গাড়ি’র মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান, জুলাই যোদ্ধা, আবরার ফাহাদ হত্যা ও ফেলানী হত্যাকাণ্ডের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
এছাড়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য, প্রবাসীদের ভোটাধিকার, গণভোটের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কার এবং আঞ্চলিক ভাষায় নির্বাচনি সংগীত পরিবেশন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মো.আলীমুজ্জামান মিলন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সহকারী রিটার্নিং অফিসার জুয়েল মিয়া, অফিসার ইনচার্জ (ওসি) মো.আসাদুজ্জামান প্রমুখ।

