গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী একাংশ) আসনে জাতীয় পার্টির (লাঙ্গল) প্রার্থী হয়েছেন অ্যাডভোকেট সুলতান জামান খান (মাহমুদ)। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি ও জাতীয় তাতী পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহ্বায়ক। তার বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের সুক্তা গ্রামে।
এছাড়া মুকসুদপুর উপজেলার প্রভাকরদি গ্রামের পীর সাহেবের বাড়ি তার পৈতৃক নিবাস। মাহমুদ জাতীয়পার্টি দিয়েই রাজনৈতিক জীবন শুরু করেন । এখন পর্যন্ত জাতীয়পার্টির সাথেই রয়েছেন। তার প্রয়াত বাবা নুরুজ্জামান খান ছিলেন মুকসুদপুর সরকারি কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল । দাদা আব্দুল হামিদ খান রাজপাট ইউনিয়ন পরিষদের প্রেসিডেন্ট (চেয়ারম্যান) ছিলেন।
অ্যাডভোকেট সুলতান জামান খান (মাহমুদ) এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে নতুন প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছেন । তিনি এলাকার উন্নয়ন, শোষন, মাদক, চাঁদাবাজ , হামলা -হয়রানি মূলক মামলা মুক্ত এবং দলমতের উর্ধে উঠে একটি মানবিক সমাজ গঠনের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন ।
সুলতান জামান খান (মাহমুদ) বলেন, পল্লী বন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদ এ দেশের অবকাঠামো উন্নয়নের রূপকার ছিলেন। জন বন্ধু গোলাম মোহাম্মদ কাদের (জি. এম. কাদের) এ দেশের সব ধরনের উন্নয়নের সহযোগী। জাতীয় পার্টি নির্বাচন মুখী দল। আমরা হুসাইন মুহাম্মদ এরশাদের আদর্শকে ধারন করে সবাইকে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.