উত্তম শর্মা, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আলোর ভূবন সামাজিক সংঘের উদ্যোগে শতাধিক দুস্থ ও বয়স্ক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভারও আয়োজন করা হয়।
শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১১টায় বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের কল্যাণী বাজারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোর ভূবন সামাজিক সংঘের সভাপতি মো: আহসান হাবিব শাহিন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আলোর ভূবন সামাজিক সংঘের সিনিয়র সহ-সভাপতি ডা. চিত্ত রঞ্জন রায়, সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলাম, কৃষি সম্পাদক মো: নাজমুল হক, অর্থ সম্পাদক মো: মিলন ইসলাম, প্রচার সম্পাদক মো: শামীম সহ আরো অনেকে।
আলোচনা সভা শেষে নিজপাড়া ইউনিয়নের কল্যাণী ও শম্ভুগাঁও গ্রামের শতাধিক দুস্থ ও বয়স্ক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতের তীব্রতায় কষ্টে থাকা অসহায় মানুষের মুখে হাসি ফোটাতেই এ মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকেরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের নৈতিক ও মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও আলোর ভূবন সামাজিক সংঘ এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.