মনিরামপুর (যশোর) প্রতিনিধি
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় যশোরের মনিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৩টায় মনোহরপুর ইউনিয়নের কুমারঘাটা ঈদগাহ মাঠে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মনোহরপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার ফারুক মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি ফারুক হোসেন, মনোহরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ কোরমান আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমানসহ ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এদিকে দোয়া মাহফিল শেষে ফিরতি পথে অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন নেহালপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কালিবাড়ি বাজারে অবস্থিত দলীয় কার্যালয়ে আয়োজিত এক কর্মী সভায় যোগ দেন। এ কর্মী সভায় উপস্থিত ছিলেন নেহালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. বজলুর রহমান, সাধারণ সম্পাদক জি এম খলিলুর রহমানসহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.