Nabadhara
ঢাকাশুক্রবার , ৯ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ডেভিল হান্ট ফেজ-২, বাবুগঞ্জে বিস্ফোরক মামলায় ইউপি সদস্য আটক

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
জানুয়ারি ৯, ২০২৬ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

অপারেশন ‘ডেভিল হান্ট ফেজ-২’-এর অংশ হিসেবে নাশকতার অভিযোগে দায়ের করা বিস্ফোরক মামলায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালামকে আটক করেছে বাবুগঞ্জ থানা পুলিশ।

আটককৃত আব্দুস সালাম কেদারপুর ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব বলে জানিয়েছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে বাবুগঞ্জ থানার সামনে থেকে তাকে আটক করা হয়। তিনি একটি বিস্ফোরক মামলার সন্দেহভাজন আসামি ছিলেন।

পুলিশ জানায়, গত বছরের ২১ নভেম্বর দেহেরগতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেমায়েত বাদী হয়ে বাবুগঞ্জ থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সন্দেহভাজন হিসেবে আব্দুস সালামের নাম অন্তর্ভুক্ত ছিল।

এ বিষয়ে বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ এহতেশামুল ইসলাম বলেন, থানার সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাকে আটক করা হয়। বর্তমানে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে একটি সূত্র দাবি করেছে, ইউপি সদস্য আব্দুস সালাম থানায় একটি শালিশি বৈঠকে অংশ নিতে এলে সেখান থেকেই পুলিশ তাকে আটক করে।

ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা চলছে। পুলিশ বলছে, তদন্তের স্বার্থে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।