Nabadhara
ঢাকাশুক্রবার , ৯ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বুটেক্স ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

মোহা: শিহাব হোসেন, বুটেক্স প্রতিনিধি
জানুয়ারি ৯, ২০২৬ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

মোহা: শিহাব হোসেন, বুটেক্স প্রতিনিধি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চারটি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবার বুটেক্সের মূল ক্যাম্পাস ছাড়াও ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ঢাকা সিটি কলেজ এবং সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, চারটি কেন্দ্র মিলিয়ে মোট ১১ হাজার ২৯৯ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, যা মোট যোগ্য পরীক্ষার্থীর প্রায় ৮০.৫৯ শতাংশ। উল্লেখ্য, ৬৩০টি আসনের বিপরীতে এ বছর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত ছিলেন ১৪ হাজার ১৯ জন ভর্তিচ্ছু।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার্থীরা মোট ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে ৬০ নম্বর করে এবং ইংরেজিতে ২০ নম্বর নির্ধারিত ছিল। লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাতালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ আগামী ২৫ জানুয়ারি।

পরীক্ষা শেষে ভর্তিচ্ছুদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রশ্নপত্র ছিল মানসম্মত ও পাঠ্যসূচিভিত্তিক। অধিকাংশ পরীক্ষার্থীর কাছে প্রশ্ন তুলনামূলকভাবে সহজ মনে হয়েছে। তবে প্রশ্নপত্রে ১–২টি প্রশ্ন সিলেবাসের বাইরে ছিল বলে মন্তব্য করেন কয়েকজন ভর্তিচ্ছু। একই সঙ্গে তারা জানান, পরীক্ষা চলাকালে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কেন্দ্র সংশ্লিষ্টরা সহযোগিতাপূর্ণ ছিলেন।

এ বছর বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ১১টি বিভাগে মোট ৬৩০টি আসনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিভাগগুলো হলো, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং (৮০), ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং (৮০), ফেব্রিক ইঞ্জিনিয়ারিং (৮০), অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং (৮০), টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট (৮০), টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন (৪০), ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (৪০), টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স (৪০), ডাইস অ্যান্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং (৪০), এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (৪০) এবং টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং (৩০)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।