রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
খুলনায় নদী থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর ৬ নম্বর ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে এমভি তাওছীফ আয়মান–২ ও এমভি ক্রাউন–৩ নামের দুইটি লাইটার ভেসেলের মাঝখানে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে জানান।
স্থানীয়দের ভাষ্যমতে, এমভি তাওছীফের সুকর্ণী মিলন ঘোষ নদী থেকে পানি তোলার জন্য দুই ভেসেলের মাঝখানে গেলে প্রথমে লাশটি দেখতে পান। পরে তিনি আশপাশের লোকজনকে বিষয়টি জানালে তারা খুলনা থানায় খবর দেন।
খবর পেয়ে খুলনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শেষে নৌ-পুলিশকে অবহিত করে। প্রায় দুই ঘণ্টা পর নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
নৌ-পুলিশ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল আক্তার জানান, খবরের সত্যতা যাচাই করে জরুরি টিম পাঠানো হয়। উদ্ধারকৃত মরদেহটির মাথার পেছনের অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
তিনি আরও জানান, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.