হাবিবুল বারি হাবিব, চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ আজমতপুর সীমান্তে ২টি বিদেশি ওয়ান শুটার গান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্ত এলাকায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) পৃথক অভিযানে ২টি বিদেশি ওয়ান শুটার গান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
বিজিবি সূত্র জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে সীমান্ত দিয়ে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক চোরাচালানের আশঙ্কা রয়েছে।
এ কারণে বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় সীমান্ত এলাকায় নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ৮ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে আজমতপুর বিওপির একটি চৌকস টহল দল সীমান্ত পিলার ১৮২/৩-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের উনিশবিঘী গ্রামের একটি আমবাগানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ২টি বিদেশি ওয়ান শুটার গান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত অস্ত্রগুলো দেশের অভ্যন্তরে সন্ত্রাসী কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার উদ্দেশ্যে ব্যবহার করার পরিকল্পনা ছিল। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি সাধারণ ডায়েরি করে শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজিবি জানায়, গত ছয় মাসে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) ৬টি বিদেশি অস্ত্র/ওয়ান শুটার গান, ১২ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন উদ্ধার করেছে। এছাড়া গত তিন বছরে সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ১৫ জন আসামিসহ ৩৩টি দেশি-বিদেশি পিস্তল, ৩৯৮ রাউন্ড গুলি ও ৪১টি ম্যাগাজিন জব্দ করা হয়েছে।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বলেন, অস্ত্র, গোলাবারুদ, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় নিয়মিত বিশেষ টহল ও অপারেশন পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।

