Nabadhara
ঢাকাশুক্রবার , ৯ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ৫ পরীক্ষার্থীর কারাদণ্ড

বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি
জানুয়ারি ৯, ২০২৬ ১০:১৮ অপরাহ্ণ
Link Copied!

বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি

জামালপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ৫ জন পরীক্ষার্থীকে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে জামালপুর সদর ও মেলান্দহ উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ প্রদান করেন।

জামালপুর সদর উপজেলার সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রের একটি কক্ষে পরীক্ষা চলাকালীন সময়ে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার অভিযোগে পরীক্ষার্থী সালেমা আক্তার (৩১) ধরা পড়েন। বিষয়টি নজরে আসলে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জামালপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় সালেমা আক্তারের কাছ থেকে ডিভাইস উদ্ধার করা হলে তাকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়। দণ্ডপ্রাপ্ত সালেমা আক্তার ইসলামপুর উপজেলার তাবুরচর গ্রামের বাসিন্দা।

এদিকে একই দিন মেলান্দহ উপজেলায় পৃথক চারটি পরীক্ষা কেন্দ্রে অসদুপায় অবলম্বনের অভিযোগে আরও ৪ পরীক্ষার্থীকে দণ্ড প্রদান করা হয়। উপজেলার উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থী আনিসুর রহমান, আল আমিন জমিরিয়া মহিলা মাদ্রাসা কেন্দ্রের পরীক্ষার্থী আমিনুল ইসলাম এবং মেলান্দহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থী সাবিনাকে বহিষ্কারসহ প্রত্যেককে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে জরিমানা করা হয়। মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আরা এসব দণ্ডাদেশ প্রদান করেন।

অপরদিকে, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে কামাল পারভেজ নামে এক পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের অভিযোগে বহিষ্কারসহ ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। মেলান্দহ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার জ্যোতি এ দণ্ডাদেশ দেন।

জেল ও জরিমানার বিষয়টি মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আরা নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।