মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে মোখতারুর রহমান নামে একজন পিতা ছেলে মতিউর রহমান রিয়াদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে ত্যাজ্য পুত্র ঘোষণা করেছে।
শুক্রবার ( ৯ ই জানুয়ারি) বিকাল ৪ টায় মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনের তথ্য সুত্রে জানা যায়,
লৌহজং উপজেলার বেজগাও এলাকার স্থায়ী বাসিন্দা পিতা মোখতারুর রহমান আমেরিকা প্রবাসী। তার দ্বিতীয় ছেলে মতিউর রহমান রিয়াদ বর্তমানে কানাডা প্রবাসী। ছেলে রিয়াদ তাকে পিতা হিসেবে অস্বীকার করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পিতার বিরুদ্ধে নানা রকম সম্মান হানিকর অপ্রচার চালায়।
এছাড়াও প্রবাসে থেকে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের বিরুদ্ধে নানা রকম কুৎসা রটায়। তার এমন কার্যক্রমের কারণে এলাকায় বসবাস করা কষ্টকর হয়ে পড়েছে। তার অপ্রচার ও কূটকৌশলের কারণে এলাকার বিভিন্ন লোকজন তার পিতাসহ পরিবারের অন্যান্য সদস্যদের হুমকি দিচ্ছে।
ছেলের সামাজিক পরিপন্থী কর্মকাণ্ডের কারণে পিতাসহ পরিবার নানা রকম সামাজিক সমস্যার সম্মুখীন হচ্ছে। এছাড়াও নানা পারিবারিক কারণে ছেলে মতিউর রহমান রিয়াদের প্রতি অতিষ্ঠ হয়ে নোটারী পাবলিকের মাধ্যমে তাকে ত্যাজ্য করা হয়েছে।
পিতা মোখতারুর রহমান সংবাদ সম্মেলনে বলেন,
গত ৭ জানুয়ারি নোটারী পাবলিক এর মাধ্যমে আমার ছেলে মতিউর রহমান রিয়াদকে ত্যাজ্য করেছি। সে আমার পুত্র নয়। আমার স্থাবর-অস্থাবর সম্পত্তিতে কোনো অধিকার দাবি করতে পারবে না এবং ভবিষ্যতে নিজেকে আমার সন্তান হিসেবে পরিচয় দিতে পারবে না।”
এছাড়াও আরও বলেন, স্পষ্টভাবে বলছি ভবিষ্যতে ছেলে রিয়াদ কর্মকাণ্ডের দায়ভার তার নিজের। তার পরবর্তী যে কোম কাজের জন্য আমি বা আমার পরিবার দায়ী নয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.