সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট প্রেসক্লাবে সিলভার লাইন গ্রুপের পরিচালক মেহেদী হাসান প্রিন্সের পক্ষ থেকে ২টি কম্পিউটার প্রদান করা হয়েছে।
শুক্রবার (০৯ জানুয়ারি) রাতে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রেসক্লাব নেতৃবৃন্দের হাতে দুটি কম্পিউটার তুলে দেন, বাগেরহাট-২ আসনের সাবেক এমপি এম এ এইচ সেলিমের বড় ছেলে ও সিলভার লাইন গ্রুপের পরিচালক মেহেদী হাসান প্রিন্স।
বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি শেখ আবু সাঈদ শুনুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি ও সাবেক পৌর কাউন্সিলর মাহবুবুর রহমান টুটুল, বিএনপি নেতা মীনা মারুফুজ্জামান রনি, প্রেসক্লাবের সহসভাপতি এস এম রাজ, সাধারন সম্পাদক এম হেদায়েত হোসাইন লিটন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: কামরুজ্জামান, আহাদ উদ্দীন হায়দার, সাবেক সাধারন সম্পাদক আলী আকবর টুটুল, সহ-সম্পাদক ইয়ামিন আলি, অর্থ সম্পাদক আমিরুল হক বাবু, দপ্তর সম্পাদক এস এম সামছুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এস এস সোহান, ক্রীড়া সম্পাদক আরিফুল ইসলাম, নির্বাহী সদস্য সোহেল রানা বাবু সহ অন্যান্যরা।
বক্তারা বলেন, আধুনিক সাংবাদিকতার ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির গুরুত্ব অপরিসীম। প্রেসক্লাবের আইটি রুমে নতুন কম্পিউটার সংযোজন সাংবাদিকদের পেশাগত কাজে আরও গতিশীলতা আনবে।
সাংবাদিকদের কল্যাণে এমন উদ্যোগ নেওয়ায় মেহেদী হাসান প্রিন্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রেসক্লাবের সদস্যগণ।
অনুষ্ঠান শেষে প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক এর নিকট আনুষ্ঠানিকভাবে কম্পিউটার দুইটি হস্তান্তর করেন সিলভার লাইন গ্রুপের পরিচালক মেহেদী হাসান প্রিন্স।

