ফরিদপুর প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা করতে না পারলে দেশের সব অর্জন বৃথা যাবে। তিনি বলেন, গত জুলাইয়ের অভ্যুত্থানসহ গত ১৭ বছরে যারা গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন, তাদের আত্মত্যাগ অর্থহীন হয়ে পড়বে যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হই।
শুক্রবার রাতে ফরিদপুরের সালথা উপজেলার ফুলবাড়িয়া এলাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটির আয়োজন করে ফরিদপুর পূজা উদযাপন ফ্রন্ট।
শামা ওবায়েদ বলেন, ‘আমাদের আবু সাঈদ, মুগ্ধসহ অনেক ভাই-বোনের রক্ত ঝরেছে। দেশপ্রেমিক মানুষ হাদির মৃত্যু হয়েছে। এই সকল ত্যাগ বৃথা যাবে, যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সফল না হই।’
তিনি আরও বলেন, আগামী দিনে কোন দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে—সে সিদ্ধান্ত জনগণকেই ঐক্যবদ্ধভাবে নিতে হবে। এ সময় তিনি সবাইকে ঐক্য ধরে রাখার আহ্বান জানান এবং বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করার অনুরোধ করেন।
শামা ওবায়েদ বলেন, ‘বেগম খালেদা জিয়ার মতো নেত্রী বাংলাদেশে আর আসবেন না। তিনি সারাজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গেছেন। দেশের মানুষ তাকে কখনো ভুলবে না। তিনি চিরদিন মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।’
সভায় জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, খন্দকার ফজলুল হক টুলু, নগরকান্দা উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও গণতন্ত্র রক্ষায় তার অবদানের কথা তুলে ধরা হয় এবং তার রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

