গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুর সদরে একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২ হাজার ৬০০ মণ পাট পুড়ে গেছে, যার আর্থিক ক্ষতির পরিমাণ আনুমানিক দেড় কোটি টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
শনিবার (১০ জানুয়ারি) রাত আনুমানিক আড়াইটার দিকে সরকারি টিএন্ডটি অফিসের সামনে অবস্থিত সুনীল সাহার পাট গুদামে আগুনের সূত্রপাত হয়। আগুনে সুনীল সাহা ছাড়াও নির্মল সাহা ও ইকরাম মিয়ার পাটের দোকান ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মেহেদি হাসানের নেতৃত্বে মুকসুদপুর ও কাশিয়ানী ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রায় সাড়ে সাত ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী সুনীল সাহা জানান, প্রতিদিনের মতো কাজ শেষ করে রাত ৮টার দিকে গুদাম বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। কীভাবে আগুন লেগেছে তা তিনি জানেন না। তিনি আরও জানান, তার গুদামে মজুত থাকা নিজের প্রায় ১ হাজার ৮শ’ মণ, নির্মল বিশ্বাসের ৩শ’ মণ এবং ইকরাম মিয়ার ৫শ’ মণ পাট সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় তিনি সর্বস্বান্ত হয়ে পড়েছেন বলে জানান তিনি।
ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ বিস্তারিতভাবে জানানো হবে।

