Nabadhara
ঢাকাশনিবার , ১০ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কাঠালিয়ায় ব্লাড ক্যান্সার আক্রান্ত রোগীকে ইয়ুথ রেড কেয়ার মানবিক ফাউন্ডেশনের আর্থিক সহায়তা

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
জানুয়ারি ১০, ২০২৬ ৩:১০ অপরাহ্ণ
Link Copied!

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠির কাঠালিয়ায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত এক রোগীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে কাঠালিয়া ইয়ুথ রেড কেয়ার মানবিক ফাউন্ডেশন।

আজ শনিবার (১০ জানুয়ারি) সকালে রোগীর চিকিৎসা সহায়তা হিসেবে সংগঠনের পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।

সহায়তাপ্রাপ্ত রোগী মো. আরিফ হোসেন কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ঘোষের হাট এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। আর্থিক অসচ্ছলতার কারণে তার চিকিৎসা ব্যয় বহন করা কষ্টসাধ্য হয়ে পড়লে সংগঠনটি এই মানবিক সহায়তা প্রদান করে।

অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন কাঠালিয়া ইয়ুথ রেড কেয়ার মানবিক ফাউন্ডেশনের সভাপতি মো. মেহেদী হাসান, সাধারণ সম্পাদক মো. মেহেদী সিকদার, কোষাধ্যক্ষ সোহাগ হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। এ সময় তারা রোগীর খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই ইয়ুথ রেড কেয়ার মানবিক ফাউন্ডেশনের মূল লক্ষ্য। আগামীতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।