দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে প্রায় ৪ লক্ষ টাকার মাদকদ্রব্য উদ্ধার হয়েছে।
আজ শনিবার (১০ জানুয়ারি)দুপুর পৌনে ১টার দিকে বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত ১০টা ৩০ মিনিটে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ধর্মদাহ মাঠে বিজিবি’র টহল দল অভিযান চালিয়ে ভারতীয় ১২ বোতল মদ ও ৫৪০ পিস সিলডিনাফিল ট্যাবলেট উদ্ধার করে।
একইদিন সন্ধ্যা সোয়া ৬টার দিকে চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ ডিগ্রীরচর এলাকায় চরচিলমারী বিওপির টহল দল অভিযান চালিয়ে ভারতীয় ১০০ পিস ইনজেকশন ও ৪৯৮ পিস সিলডিনাফিল ট্যাবলেট উদ্ধার করে।
এছাড়াও ওইদিন বিকেল ৩টা ৩০ মিনিটে একই ব্যাটালিয়ন অধীনস্থ ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ বাংলাবাজার মাঠপাড়া এলাকায় ঠোটারপাড়া বিওপির টহল দল অভিযান চালিয়ে ভারতীয় ৮ বোতল মদ ও ৯৮ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করে।
বিজিবি’র পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদকদ্রব্যের সিজার মূল্য ৩ লক্ষ ৭৬ হাজার ৭৯০ টাকা। পরবর্তীতে উদ্ধার হওয়া মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন মাদক স্টোরে জমা করা হয়েছে এবং ভারতীয় পাতার বিড়ি সংশ্লিষ্ট কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে এবং মাদক পাচারসহ সকল প্রকার চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ নির্মূলে বিজিবির কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.