তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালায় দেশের অন্যতম শীর্ষ দৈনিক কালের কণ্ঠ পত্রিকার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। আংশিক নয়, পুরো সত্য জানিয়ে পাঠকের আস্থা ও ভালোবাসায় ২০১০ সালের ১০ জানুয়ারি যাত্রা শুরু করা এই পত্রিকাটি আজও সমৃদ্ধ সাংবাদিকতায় অব্যাহত রয়েছে।
রবিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় তালা প্রেসক্লাব-এ আলোচনা সভা ও কেক কেটে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
কালের কণ্ঠের তালা উপজেলা প্রতিনিধি এম এম রোকনুজ্জামান টিপু সভাপতিত্বে এবং দৈনিক আজকের পত্রিকার তালা প্রতিনিধি সেলিম হায়দার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন তালা প্রেসক্লাবের সহ-সভাপতি এম এ ফয়সাল, সাধারণ সম্পাদক জোয়ার্দার ফারুক হোসেন, দৈনিক প্রজন্ম একাত্তোরের প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম, আমার সংবাদ প্রতিনিধি সেকেন্দার আবু জাফর বাবু, দৈনিক সকাল বেলা পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি কে এম শাহীনুর রহমান, দৈনিক আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি জয়দেব চক্রবর্তী, দৈনিক সত্যপাঠ পত্রিকার আজিজুল ইসলাম ও মোঃ কামাল হোসেন প্রমুখ।
সভায় বক্তারা কালের কণ্ঠের উত্তরোত্তর সমৃদ্ধি এবং পাঠকের আস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আলোচনা সভা শেষে ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
একই দিনে সকালেও প্রেসক্লাবে দৈনিক সাতক্ষীরার সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

