দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
‘প্রশাসন এক পক্ষের দিকে ঝুঁকে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে’—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়া হাজী শরীয়তুল্লাহ একাডেমিতে শিবিরের সাথী সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, জামায়াতে ইসলামী ও অন্যান্য স্টেকহোল্ডারদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। কিন্তু এ বিষয়ে নির্বাচন কমিশনের পদক্ষেপ এখন পর্যন্ত আশাব্যঞ্জক নয়। আমরা চাই প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করুক এবং কোনো পক্ষের দিকে ঝুঁকে না পড়ে। কিন্তু বাস্তবতায় দেখা যাচ্ছে প্রশাসন এক পক্ষের দিকে ঝুঁকে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে উঠে পড়ে লেগেছে।
তিনি আরও বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির ক্ষেত্রে প্রশাসনের যে সক্রিয়তা থাকার কথা ছিল, সেখানে আমরা স্পষ্ট দুর্বলতা দেখতে পাচ্ছি। ওসমান হাদীসহ বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, কিন্তু এসব ঘটনার কোনো কার্যকর প্রতিকার দেখা যাচ্ছে না। এক্ষেত্রে আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর তৎপরতাও খুবই দুর্বল।
শিবির সভাপতি বলেন, জুলাই পরবর্তী সময়ে আমরা আশা করেছিলাম চাঁদাবাজ ও টেন্ডারবাজিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে। কিন্তু বাস্তবে কোনো জায়গায় এর ইতিবাচক অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না। বর্তমান অন্তর্বর্তী সরকারের শক্ত অবস্থান না থাকার কারণে ধীরে ধীরে অপকর্ম বেড়েই চলেছে।
তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী ফ্যাসিবাদের দোসররা এখনো নিজ নিজ পদে বহাল রয়েছে। এ বিষয়ে বারবার সরকারের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। রুট লেভেলে প্রশাসনের কোনো রদবদল হয়নি। আওয়ামী আমলে যারা নিয়োগপ্রাপ্ত ছিলেন, তারাই আবার নির্বাচনী দায়িত্বে রয়েছেন।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, যে ধরনের অরাজক পরিস্থিতি তৈরি হচ্ছে, সরকারের কিছু ক্ষেত্রে সদিচ্ছা থাকলেও রুট লেভেলে প্রশাসন যথাযথভাবে সাড়া দিচ্ছে না। এর দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে। নির্বাচনে জনগণ যেন নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে ও ভোট দিতে পারে, সে জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।
এ সময় কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম, সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দ্দার, কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মুফতি আমির হামজাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.