একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের ইব্রাহিমপুর সংলগ্ন হাওর এলাকা থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে তাজোয়ার আফজল শিহাব (২৮) নামে এক ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদিত্য পালের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে একটি ভেকু মেশিন ব্যবহার করে সরকারি খাস জমি থেকে অবৈধভাবে মাটি কাটার সময় শিহাবকে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী অভিযুক্তকে দেড় লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
উল্লেখ্য, গত ৯ জানুয়ারি অনলাইন পোর্টাল নবধারায় অবৈধভাবে মাটি কাটার বিষয়ে সংবাদ প্রকাশ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলে দ্রুত এই ব্যবস্থা নেওয়া হয়। পরিবেশ রক্ষা ও সরকারি সম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.