ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে ১২নং ওয়ার্ড বিএনপির আয়োজনে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের উৎসাহিত করতে সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে শহরের মোল্লা বাড়ি সড়কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফরিদপুর মহানগর বিএনপির সভাপতি এ এফ এম কাইউম জঙ্গীর সভাপতিত্বে এবং জেলা বিএনপির নেতা আতাউর রশিদ বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর আসনের বিএনপির প্রার্থী চৌধুরী নায়াব ইবনে ইউসুফ।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ৯০ জন এসএসসি পরীক্ষার্থীর হাতে উপহার সামগ্রী তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, হাজী শরীয়ত উল্লাহ বাজার কমিটির সভাপতি নুর ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক লিয়াকত আলী লাবলু, যুগ্ম সম্পাদক খাইরুজ্জামান লাবলু, মো. আতাউর রহমান তসলিম, মো. মোখলেসুর রহমান লেবুসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির মঙ্গল এবং পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.