দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা অনুযায়ী কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে দৌলতপুর উপজেলা ছাত্রদল ও এর অধীনস্থ বিভিন্ন কলেজ শাখা ছাত্রদলের নেতা-কর্মীদের অংশগ্রহণে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
দৌলতপুর উপজেলা ছাত্রদলের আয়োজনে শনিবার দিনব্যাপী উপজেলার আল্লারদর্গা বাজারস্থ নুরুজ্জামান বিশ্বাস অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার সার্বিক তত্ত্বাবধান করেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য আলহাজ রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা।
দৌলতপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেলের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান সাইদুল ইসলাম পলাশ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আফফান, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক মুনতাসির মামুন, কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মুজ্জাবির রহমান রাব্বি ও সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিসাতসহ বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কর্মশালার সঞ্চালনা করেন দৌলতপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল ইসলাম।
কর্মশালায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত আগামীর বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্র সংস্কার ও উন্নয়ন পরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরা হয়। বক্তারা বলেন, দেশ গঠনে শিক্ষিত ও সচেতন ছাত্রসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে ছাত্রদলকে সুসংগঠিত ও অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
এ প্রশিক্ষণ কর্মশালায় দৌলতপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.