বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
শামীম হোসেনকে আহবায়ক,সানজিদা লিপিকে সদস্য সচিব ও মোঃ সোহেল সরদারকে সিনিয়র যুগ্ম আহবায়ক করে বাবুগঞ্জে জাতীয়তাবাদী তাঁতী দলের রহমতপুর ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠন।
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল বাবুগঞ্জ উপজেলা শাখার আওতাধীন রহমতপুর ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ২৭ সদস্যবিশিষ্ট এ আহ্বায়ক কমিটিতে মো. শামীম হোসেনকে আহ্বায়ক, সানজিদা লিপিকে সদস্য সচিব ও মোঃ সোহেল সরদারকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। ১০ জানুয়ারি কমিটি ঘোষণা করা হয়।
দলীয় সূত্র জানায়, সদ্য ঘোষিত এ আহ্বায়ক কমিটিকে আগামী ৪৫ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ ইউনিয়ন কমিটি গঠন করে বাবুগঞ্জ উপজেলা কমিটির কাছে হস্তান্তর করার নির্দেশনা দেওয়া হয়েছে।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত এ কমিটির মাধ্যমে রহমতপুর ইউনিয়নে জাতীয়তাবাদী তাঁতী দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং দলকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

