একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. রতন শেখ, পিপিএম।
রোববার (১১ জানুয়ারি) দিনব্যাপী তিনি ইউনিয়নের বিভিন্ন ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলো সরেজমিনে ঘুরে দেখেন। কেন্দ্র পরিদর্শনকালে ওসির সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু হাসনাত সরকার, বিট অফিসার এস আই মো. নুরুজ্জামান, সহকারী বিট অফিসার এ এস আই খাদিমুল ইসলাম প্রমুখ। তারা কেন্দ্রের অবকাঠামোগত অবস্থা, যাতায়াত ব্যবস্থা এবং নিরাপত্তা বলয় তৈরির পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে সদর মডেল থানার ওসি মো. রতন শেখ বলেন,"আসন্ন নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং একটি অবাধ ও নিরপেক্ষ ভোট উপহার দিতে পুলিশ বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা রোধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। নির্বাচনী মাঠ শান্ত রাখতে নিয়মিত টহলের পাশাপাশি বিট অফিসারদের মাধ্যমে স্থানীয় পর্যায়ে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলেও তিনি জানান। স্থানীয় বাসিন্দাদের ভয়হীনভাবে কেন্দ্রে আসার জন্য আশ্বস্ত করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.