Nabadhara
ঢাকারবিবার , ১১ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শ্রীবরদীতে শাহীন ক্যাডেট স্কুলের শাখার শুভ উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি 
জানুয়ারি ১১, ২০২৬ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি 

শেরপুরের শ্রীবরদী উপজেলায় শাহীন ক্যাডেট স্কুলের শ্রীবরদী শাখার শুভ উদ্বোধন ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ জানুয়ারি) দুপুরে শ্রীবরদী পৌরসভা অফিস সংলগ্ন একটি ভবনে আনুষ্ঠানিকভাবে এ শাখার উদ্বোধন করা হয়।

উদ্বোধন উপলক্ষে বিদ্যালয় ভবনের তৃতীয় তলায় শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান ও এস.এফ.এফ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন। সভায় সভাপতিত্ব করেন শাহীন স্কুল জামালপুর শাখার অধ্যক্ষ ও জামালপুর অঞ্চলের আঞ্চলিক প্রধান আব্দুল গফুর।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন বলেন, “শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষতার পাশাপাশি শৃঙ্খলা, দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে শাহীন শিক্ষা পরিবার প্রতিশ্রুতিবদ্ধ। শ্রীবরদী শাখা এ অঞ্চলের শিক্ষাঙ্গনে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।”

সভাপতির বক্তব্যে আব্দুল গফুর বলেন, “আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থার মাধ্যমে মানসম্মত পাঠদান নিশ্চিত করতে শাহীন স্কুল সর্বদা শিক্ষার্থীদের পাশে থাকবে।”

এ সময় উপস্থিত ছিলেন শাহীন ক্যাডেট স্কুল শ্রীবরদী শাখার পরিচালক আবুল কালাম আজাদ ও রাশেদুল হক রাসেল, শাহীন ক্যাডেট স্কুল সজবরখিলা শাখার পরিচালক মাজহারুল ইসলাম হিমেল, শেরপুর শাখার পরিচালক আনোয়ার হোসেন, নালিতাবাড়ী শাখার পরিচালক হুমায়ুন কবির ও রবিন খানসহ বিভিন্ন শাখার পরিচালকবৃন্দ।

শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ প্রজন্ম গঠনের লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠান স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।