দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
দেবহাটা রিপোর্টার্স ক্লাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের ছেলে হাসান আল বান্নার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) সকাল ১১টায় দেবহাটা রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে আয়োজিত এ মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং রিপোর্টার্স ক্লাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক মুকুল, সহ-সভাপতি রুহুল আমিন মোড়ল, সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক কে.এম. রেজাউল করিম, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম আলম, সাংস্কৃতিক সম্পাদক তারেক মনোয়ার, প্রচার সম্পাদক আবু হাসান, কার্যনির্বাহী সদস্য আবু সাঈদ, হারুন অর রশিদসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় হাসান আল বান্নার সঙ্গে উপস্থিত ছিলেন সাতক্ষীরার বিভিন্ন ব্যবসায়ী ও জামায়াত নেতৃবৃন্দ। তাঁদের মধ্যে ছিলেন আব্দুল মোমিন, কবির হোসেন, সাগর হোসাইন ও আব্দুস সামাদ।
মতবিনিময়কালে হাসান আল বান্না বলেন, তাঁর পিতা মুহাদ্দিস আব্দুল খালেকের ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়ার কিছু নেই। তিনি একজন আদর্শ মাদ্রাসা শিক্ষক হিসেবে সারাজীবন অতিবাহিত করেছেন এবং নিজের সমস্ত সম্পদ ইসলাম ও জনগণের সেবায় ব্যয় করেছেন। অবশিষ্ট জীবনও সাধারণ মানুষের কল্যাণ ও অবহেলিত সাতক্ষীরা অঞ্চলের উন্নয়নে উৎসর্গ করতে চান তাঁর পিতা।
এ সময় তিনি তাঁর পিতার এ লক্ষ্য বাস্তবায়নে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.