আনিস সুমন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
শ্যামনগরে এক রোগীর অপচিকিৎসায় মৃত্যুর ঘটনায় বেসরকারি অনিকা ক্লিনিকের অপারেশন রুম সিলগালা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জানা গেছে, গত শুক্রবার (১০ জানুয়ারি) পারিবারিক কলহের জেরে শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের চাদা গ্রামের ফারুক হোসেনের স্ত্রী সালেহা বেগম (৩০) বিষপান করেন। পরে স্বজনরা তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের গেটে অবস্থানরত দালালদের প্ররোচনায় তাকে পাশের অনিকা ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে সারারাত চিকিৎসাধীন থাকার পর শনিবার (১১ জানুয়ারি) বিকেলে তার মৃত্যু হয়।
সালেহা বেগমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্লিনিক এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। নাম প্রকাশে অনিচ্ছুক ক্লিনিকের এক কর্মচারী জানান, পরিস্থিতি বেগতিক দেখে ক্লিনিক সংশ্লিষ্ট আনিসুর রহমান রোগীর স্বজনদের জানান যে রোগীর অবস্থা সংকটাপন্ন, তাকে দ্রুত আইসিইউতে নিতে হবে। এরপর একটি অ্যাম্বুলেন্স ডেকে মৃত রোগীকে সাতক্ষীরার উদ্দেশ্যে পাঠানো হয় এবং এ সময় সংশ্লিষ্ট চিকিৎসক ডা. আনিছুর রহমান আত্মগোপন করেন।
ঘটনার খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশে রবিবার (১২ জানুয়ারি) শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা ডা. জিয়াউর রহমান অনিকা ক্লিনিকের অপারেশন রুম সিলগালা করেন।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. খালেদুর রহমান মুঠোফোনে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.