মুন্সীগঞ্জ প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে মুন্সীগঞ্জে ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সৈয়দা নুরমহল আশরাফী।
সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম; জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমা নাহার; অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম; উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারবৃন্দসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভায় নির্বাচনের প্রস্তুতি, আচরণ বিধিমালা এবং প্রার্থীর নির্বাচনি কার্যক্রম যথাযথভাবে অনুসরণ হচ্ছে কিনা তা সরেজমিনে পরিদর্শন করার নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া নির্বাচনি প্রচারণা ও ব্যয়ের ক্ষেত্রে নির্ধারিত সীমার অতিরিক্ত ব্যয়, অন্যান্য বিধি-বিধান অনুসরণ এবং আচরণ বিধিমালা ভঙ্গের কোনো বিষয় নজরে এলে তা বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া বা নির্বাচনি তদন্ত কমিটিকে অবহিত করার জন্য সকলকে উদ্বুদ্ধ করা হয়।
সভায় সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ নিশ্চিত করতে সকল ভিজিল্যান্স ও অবজারভেশন টিমকে তাদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

