রাজশাহী প্রতিনিধি
রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা এএইচএম খায়রুজ্জামান লিটনের ৪১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
রোববার (১১ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো: সাব্বির ফয়েজ এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ পরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামান আবেদনটি করেন। আবেদনে উল্লেখ করা হয়, খায়রুজ্জামান লিটন ও তার সহযোগী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে ব্যাংক হিসাবে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন, সংঘবদ্ধ অপরাধ এবং অর্থ পাচারের অভিযোগ রয়েছে। এ অভিযোগ মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ২(শ) ধারা অনুযায়ী সম্পৃক্ত অপরাধের মধ্যে পড়ে।
আবেদনে আরও বলা হয়, খায়রুজ্জামান লিটন ও তার সহযোগী ব্যক্তিরা বিভিন্ন অপরাধ থেকে প্রাপ্ত অর্থ ব্যাংক হিসাবের মাধ্যমে স্থানান্তর, সম্পদ অর্জন এবং বিলাসভোগের কাজে ব্যবহার করেছেন—যার প্রাথমিক সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে। চলমান অনুসন্ধানের স্বার্থে, অভিযুক্তরা যাতে অর্থ উঠিয়ে পাচার বা অন্য জায়গায় স্থানান্তর করতে না পারে, সেই কারণে ৪১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার প্রয়োজন দেখা দিয়েছে।
এর আগে, গত বছরের ৬ মার্চ দুদকের আবেদনে আদালত খায়রুজ্জামান লিটন, তার স্ত্রী শাহীন আক্তার এবং দুই মেয়ে আনিকা ফারিহা জামান ও মায়সা সামিহা জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.