ছায়েদ আহামেদ, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়া উপজেলায় একটি ব্রিজ নির্মাণের জন্য সয়েল টেস্ট করার পর মাটির নিচ থেকে গ্যাস বের হচ্ছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে চরকিং ইউনিয়নের ভৈরব বাজার সংলগ্ন খালের পাড়ে। ঘটনার তৃতীয় দিনও গ্যাস নির্গমন অব্যাহত রয়েছে।
জানা যায়, বিশ্বব্যাংকের অর্থায়ন ও এলজিইডি'র বাস্তবায়নে হেলফ প্রকল্পের আওতায় ৪৫ মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজ নির্মাণের কাজ পেয়েছেন ঠিকাদার সাইফুল ইসলাম শেখ। ব্রিজ নির্মাণের প্রস্তুতি হিসেবে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে ওই স্থানে প্রায় ১২০ ফুট গভীরে সয়েল টেস্ট সম্পন্ন করেন ঠিকাদারের শ্রমিকরা। কাজ শেষ করে তারা স্থান ত্যাগ করার পরদিন হঠাৎ ওই স্থানে গ্যাস বের হতে দেখা যায়, যা এলাকায় কৌতূহল সৃষ্টি করেছে।
স্থানীয় ভৈরব বাজারের ব্যবসায়ী আমজাদ হোসেন জানান, মাটি টেস্ট করার পরদিন থেকেই ওই ছিদ্র দিয়ে গ্যাস বের হচ্ছে এবং এটি এখনও অব্যাহত রয়েছে। স্থানীয় বিদ্যুৎ নামের এক ব্যক্তি বলেন, বোরিং শেষে পাইপ তুলে নেওয়ার পরও ওই ছিদ্র দিয়ে গ্যাস বের হচ্ছে। এ ছিদ্রে কিছু ছেলেপেলে আগুন জ্বালিয়েছেন। দুর্ঘটনার আশঙ্কায় রাতের বেলা স্থানীয়রা ইট দিয়ে ছিদ্রটি চাপা দিয়েছেন
হাতিয়া উপজেলা এলজিইডি প্রকৌশলী এমদাদুল হক বলেন, প্রাকৃতিকভাবে মাটির নিচে গ্যাস পকেট বা বুদবুদ আকারে থাকতে পারে, যা কখনো কখনো এইভাবে নির্গত হতে পারে। তিনি আরও জানান, বিষয়টি দ্রুত বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)-কে জানানো হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.