গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব কাসেমাবাদ এলাকায় এক ভ্যান চালককে কুপিয়ে হত্যার ঘটনায় রবিবার (১১ জানুয়ারি) দুপুরে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, নিহত ভ্যান চালক মঞ্জু বেপারীর ছেলে মিনহাজ বেপারী ওরফে শামীম বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ওসি আরও জানান, পুরো বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব কাসেমাবাদ গ্রামের মৃত আব্দুর রশিদ বেপারীর ছেলে ভ্যান চালক মঞ্জু বেপারী (৫০) শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে যাত্রী নামিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে ফেরার পথে বাড়ির কাছে মৃত ইয়াসিন খানের বাড়ি সংলগ্ন নির্জন এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার পথরোধ করে। একপর্যায়ে তাকে এলোপাথারিভাবে কুপিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
গুরুতর আহত মঞ্জুর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসেন। গৌরনদী উপজেলা হাসপাতালের চিকিৎসক ডা. টিপু সুলতান জানান, হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় মঞ্জু বেপারী মৃত্যুবরণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.