নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুরের টঙ্গীতে অবৈধ অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার গভীর রাতে টঙ্গী পূর্ব থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে থানাধীন মরকুন পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে অভিযান চালায়।
গ্রেফতারকৃত যুবকের নাম আব্দুল্লাহ আল মামুন ওরফে রতন (৩৩)। তিনি লালমনিরহাট জেলার সদর উপজেলার খোটামারা কোরামারি গ্রামের বাসিন্দা ও মৃত আবেদ আলীর ছেলে। বর্তমানে তিনি টঙ্গীর মরকুন পশ্চিমপাড়া এলাকায় মিরার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
অভিযানকালে মামুনের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ পূর্ব আরিচপুরে সাবেক কাউন্সিলর শাহ আলম রিপনের বাড়ির ভাড়াটিয়া সুজনের কক্ষে তল্লাশি চালায়। সেখান থেকে একটি অত্যাধুনিক ইউএসএ ব্র্যান্ডের পিস্তল ও একটি সচল ম্যাগাজিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পিস্তলের বডিতে ‘MI911 AI U.S ARMY’ লেখা খোদাই করা রয়েছে।
রোববার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) মহিউদ্দিন আহমেদ জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এই অভিযানের ধারাবাহিকতায় টঙ্গী পূর্ব থানা পুলিশ অস্ত্রসহ একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত মামুনের বিরুদ্ধে অস্ত্র আইন, ১৮৭৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ছাড়া অবৈধ অস্ত্রের উৎস ও এর সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা জানার জন্য তদন্ত চালানো হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.