দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
বিএনপি চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও দেশের আপোষহীন নেতা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় পটুয়াখালীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় সুরাইয়া ভিলায় তারেক জিয়া পরিষদ পটুয়াখালীর উদ্যোগে আয়োজন করা শোক সভা ও দোয়া অনুষ্ঠানে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। দেশনেত্রী (১৯৪৫-২০২৫) মহাকালের আবর্তে চলে গেলেও তাঁর রাজনৈতিক ত্যাগ ও দেশপ্রেমের প্রতি শ্রদ্ধা জানান উপস্থিতরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, পটুয়াখালী জেলা বিএনপি মো. মাকসুদ আহম্মেদ বায়েজীদ (পান্না) এবং পটুয়াখালী জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট আনিছুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন পটুয়াখালী জেলা তারেক জিয়া পরিষদের আহ্বায়ক মো. বায়জিদ আহমেদ মৃধা এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মো. সোহাগ হাওলাদার।
আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, দেশনেত্রীর আদর্শকে ধারণ করেই আগামী দিনে বাংলাদেশ এগিয়ে যাবে।
আলোচনা শেষে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনের যুগ্ম আহ্বায়কবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

