শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শেরপুরের শ্রীবরদীতে ব্যবসায়ীদের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে শ্রীবরদী কাঁচা বাজার সংলগ্ন সড়কে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল। তিনি তার বক্তব্যে দেশনেত্রীর রাজনৈতিক অবদান স্মরণ করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।
বিশিষ্ট ব্যবসায়ী আলী হোসেনের সভাপতিত্বে এবং শ্রীবরদী পশ্চিম বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ইউসুফ আলীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন শ্রীবরদী বহুমুখী শিল্প ও বণিক সমিতির সহ-সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, শ্রীবরদী কাঁচা বাজার বহুমুখী সমবায় সমিতির সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মিনাল, পৌরসভার সাবেক কাউন্সিলর সাহেব আলী, বিশিষ্ট ব্যবসায়ী শম্ভু সাহা, ঔষধ ব্যবসায়ী রাসেল মিয়াসহ অন্যান্যরা।
এসময় পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন বাজার থেকে সহস্রাধিক ব্যবসায়ী সভায় উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.