Nabadhara
ঢাকাসোমবার , ১২ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মেলান্দহে জেলা প্রশাসকের আগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
জানুয়ারি ১২, ২০২৬ ১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুপ আলীর আগমন উপলক্ষে মেলান্দহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় মেলান্দহ উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল আরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুপ আলী। তিনি বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে প্রশাসন দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

তিনি আরও বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ইতোমধ্যে সভা করা হয়েছে এবং উপজেলা পর্যায়েও এ বিষয়ে কার্যক্রম জোরদার করা হবে। পাশাপাশি সরকারি বিভিন্ন স্থাপনার বেদখল উচ্ছেদ ও অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার জোতি। অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন মেলান্দহ উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আশরাফুল আলম।

এছাড়াও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ক্বারী হামিদুল হক, জুলাই আন্দোলনে নিহতের বড় ভাই শহিদুল ইসলাম (স্বাগত বক্তব্য), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান হাবীব, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুকুমার চন্দ্র দাস, উপজেলা প্রকৌশলী শুভাশীষ রায়, কৃষি কর্মকর্তা আব্দুর রৌফ, সমাজসেবা কর্মকর্তা আরিফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান ভূইয়া, উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হাবিবুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইকবাল হাসান, উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহন তালুকদার, কুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু হুরাইরাসহ অন্যান্যরা।

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।