নওগাঁ প্রতিনিধি
নওগাঁ বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করতে যাচ্ছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের দুটি বিভাগে মোট ৮০টি আসনে ভর্তি দেওয়া হবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এ, বি ও সি—এই তিনটি ইউনিটের মাধ্যমে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জিএসটি গুচ্ছভুক্ত নওগাঁ বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ইউনিট ও বিভাগভিত্তিক যোগ্যতা ও শর্তাবলি নির্ধারিত হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে এ (বিজ্ঞান) ইউনিট থেকে ১২ জন, বি (মানবিক) ইউনিট থেকে ৮ জন এবং সি (বাণিজ্য) ইউনিট থেকে ২০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে, মোট ৪০ জন।
আইন বিভাগে এ (বিজ্ঞান) ইউনিট থেকে ১৬ জন, বি (মানবিক) ইউনিট থেকে ২০ জন এবং সি (বাণিজ্য) ইউনিট থেকে ৪ জন শিক্ষার্থী ভর্তি হবেন, মোট ৪০ জন। তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) নওগাঁ বিশ্ববিদ্যালয়ে আইন ও বিজনেস স্টাডিজ অনুষদের অধীনে দুটি বিভাগ চালুর অনুমোদন দেয়। ইউজিসির অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, চলতি শিক্ষাবর্ষেই শিক্ষার্থী ভর্তি কার্যক্রম সম্পন্ন করে একাডেমিক কার্যক্রম শুরু করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.