সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি বাংলাদেশে ন্যায়বিচার, দুর্নীতিমুক্ত ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তবে দুর্বৃত্তরা তার সেই স্বপ্ন বাস্তবায়ন করতে দেয়নি।
তিনি বলেন, “এই ঘৃণিত হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
সোমবার (১২ জানুয়ারি) দুপুর প্রায় ২টার দিকে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামে শহীদ শরীফ ওসমান হাদির শ্বশুর, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সুলতান আহমেদের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নেওয়ার সময় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এডভোকেট জয়নুল আবেদীন আরও বলেন, “ওসমান হাদি ছিলেন একজন সৎ, সাহসী ও আদর্শবান মানুষ। সমাজ ও সংগঠনের জন্য তার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তিনি এমন একটি বাংলাদেশ দেখতে চেয়েছিলেন, যেখানে জনগণের ভোটাধিকার নিশ্চিত থাকবে এবং কোনো বিদেশি আধিপত্য থাকবে না।”
মরহুমের শ্বশুর সুলতান আহমেদ কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার জামাই একজন অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তার মতো মানুষ খুব কমই দেখা যায়। আল্লাহ তায়ালা যেন তার সব গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।”
এ সময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান, বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দুলাল চন্দ্র সাহা, বিএনপি নেতা হাসানুজ্জামান আর্মি খোকন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রাফিলসহ অন্যান্য স্থানীয় নেতাকর্মীরা।
পরিশেষে উপস্থিত নেতাকর্মী ও স্বজনরা মরহুম শরীফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.