দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় সীমান্ত ব্যাংক প্রাগপুর (পিএলসি) শাখার উদ্যোগে শীতার্ত, গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (১২ জানুয়ারি) দুপুরে প্রাগপুর বাজারে সীমান্ত এলাকার ২০০জন অসহায় ও শীতার্ত ব্যক্তির মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন সীমান্ত ব্যাংক প্রাগপুর শাখার ব্যবস্থাপক মো. জাকির হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন সীমান্ত ব্যাংক প্রাগপুর শাখার কাস্টমার সার্ভিস ম্যানেজার দিলারা জামান ও প্রাগপুর বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার সৈয়দ শুকুর আলীসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাগণ। মানবিক কর্মসূচির আওতায় সীমান্ত ব্যাংকের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনগণ ও সুবিধাভোগিরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.