নাহিদুজ্জামান শয়ন, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার খোকসা উপজেলার কালিবাড়ী রোডে আজ সকাল ১১টায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বহুতল বিশিষ্ট মসজিদুল আকসা মসজিদের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ-এর কুষ্টিয়া–৪ আসন থেকে মনোনীত প্রার্থী আলহাজ্ব আনোয়ার খান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মুফতী রাকিবুল ইসলাম, মাওলানা নজরুল ইসলাম, অবসরপ্রাপ্ত তহশীলদার শাহনেওয়াজ, মসজিদুল আকসা মসজিদের সভাপতি ইয়াদ আলী, মসজিদের ইমাম হাফেজ মাওলানা সাব্বির হুসাইন, মুয়াজ্জিন আব্দুল বারিক, সদস্য আল-আমিন বকুল ও আনিছুর রহমান সোনাসহ স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী।
সকাল ১১টায় শুরু হওয়া উদ্বোধনী অনুষ্ঠানের প্রথমেই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করা হয়।
দোয়া শেষে প্রধান অতিথি আলহাজ্ব আনোয়ার খান আনুষ্ঠানিকভাবে মসজিদের কাজের উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে উপস্থিত অতিথি, মুসল্লি ও এলাকাবাসীর মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এসময় মসজিদুল আকসা মসজিদের সভাপতি ইয়াদ আলী বলেন, এই মসজিদের সকল কার্যক্রমে খোকসা উপজেলার সর্বস্তরের মানুষকে শরিক হওয়ার জন্য তিনি আন্তরিকভাবে আহ্বান জানান।
ধর্মীয় চর্চা, নৈতিকতা ও সামাজিক ঐক্য সুদৃঢ় করতে মসজিদুল আকসা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা এলাকাবাসীর।

