মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
দলিল লেখকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, সেবার স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং জবাবদিহিতা আরও জোরদার করার লক্ষ্যে দিনাজপুরের বিরামপুর সাব-রেজিস্ট্রি অফিসের উদ্যোগে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি,২০২৬)বিরামপুর সাব-রেজিস্ট্রি অফিসের টি.সি শাখার আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালাটি রেজিস্ট্রারের কার্যালয়, বিরামপুর, দিনাজপুরের ব্যবস্থাপনায় সম্পন্ন হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন বিরামপুরের সাব-রেজিস্ট্রার জনাব হিমেল বাহার শুভ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা রেজিস্ট্রার (ডিআর) জনাব মোঃ সাজেদুল হক।
প্রধান অতিথির বক্তব্যে জেলা রেজিস্ট্রার বলেন, দলিল প্রণয়নের ক্ষেত্রে আইনগত সঠিকতা, পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামান্য ভুল বা অবহেলা ভবিষ্যতে বড় ধরনের আইনি জটিলতার সৃষ্টি করতে পারে। তাই দলিল লেখকদের সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, স্বচ্ছ, নির্ভুল ও নিরপেক্ষ দলিল প্রণয়নই জনগণের আস্থা অর্জনের প্রধান মাধ্যম। দলিল লেখকদের সততা ও দক্ষতার ওপরই ভূমি সংক্রান্ত সেবার মান অনেকাংশে নির্ভর করে।
সভাপতির বক্তব্যে সাব-রেজিস্ট্রার হিমেল বাহার শুভ বলেন, দলিল লেখকদের নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা আরও বৃদ্ধি পাবে এবং সেবার মান উন্নত হবে। একই সঙ্গে তিনি জনগণকে হয়রানিমুক্ত ও দ্রুত সেবা দেওয়ার বিষয়ে সকলকে সচেষ্ট থাকার আহ্বান জানান।
কর্মশালায় অংশগ্রহণকারী দলিল লেখকদের সততা, দক্ষতা ও দায়িত্ববোধের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও জনবান্ধব, গতিশীল ও স্বচ্ছ করার লক্ষ্যে সবাই একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিরামপুর দলিল লেখক সমিতির সভাপতি আবুল কালাম আজাদসহ উপজেলার ৫০ জনের অধিক দলিল লেখক। কর্মশালাটি দলিল লেখকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক সাড়া ফেলে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.