মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে একই দিনে দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে ওই এলাকার অন্তত ২৩টি পরিবার বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে এবং আসন্ন বোরো মৌসুমে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীপুর গ্রামে এর আগেও ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছিল। সে সময় পল্লী বিদ্যুৎ অফিসে জামানত দিয়ে নতুন ট্রান্সফরমার সংগ্রহ করতে হয় গ্রাহকদের, যা স্থাপন হতে দীর্ঘ সময় লেগেছিল। গ্রাহকদের অভিযোগ, চুরির বিষয়ে লিখিত অভিযোগ দেওয়ার পর তদন্ত শেষে ট্রান্সফরমার পুনঃস্থাপন হতে দেরি হওয়ায় দীর্ঘদিন বিদ্যুৎবিহীন থাকতে হয়েছে।
স্থানীয় গ্রাহকরা জানান, এবারও চুরি হওয়া ট্রান্সফরমার পুনরায় পেতে তাদের জামানত দিতে হবে বলে জানানো হয়েছে। এতে আর্থিকভাবে চাপে পড়ছেন সাধারণ গ্রাহকরা।
ট্রান্সফরমার চুরির কারণে এলাকার গভীর নলকূপের মাধ্যমে সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে, যা বোরো আবাদে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে কৃষকদের আশঙ্কা।
এদিকে একই দিনে পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলার তেলিপাড়া এলাকায়ও একটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
শ্রীপুর গ্রামের বাসিন্দা মোছাঃ আফরোজা বেগম জানান, “আমাদের ট্রান্সফরমারটি ফাঁকা মাঠে স্থাপন করা ছিল। বারবার গ্রাম এলাকার ভেতরে নিরাপদ স্থানে বসানোর কথা বললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্ব দেয়নি।”
পল্লী বিদ্যুতের গ্রাহক ইদ্রিস মণ্ডল ও আমিনুল ইসলাম বলেন, “এর আগে আমাদের ৫ কেভিএ ক্ষমতার ট্রান্সফরমার চুরি হয়েছিল। তখন ১৮ হাজার টাকা জামানত দিয়ে নতুন ট্রান্সফরমার নিতে হয়। পরে গ্রাহক সংখ্যা বাড়ায় ১০ কেভিএ ট্রান্সফরমার বসানো হয়েছিল, সেটিও এবার চুরি হয়ে গেল।”
স্থানীয়দের দাবি, বারবার ট্রান্সফরমার চুরির ঘটনা রোধে নিরাপদ স্থানে ট্রান্সফরমার স্থাপন, নজরদারি জোরদার এবং দ্রুত প্রতিস্থাপনের ব্যবস্থা নেওয়া জরুরি। অন্যথায় কৃষি ও স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।
ট্রান্সফরমার চুরির ঘটনায় দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পক্ষ থেকে বিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি দায়ের করা হয়েছে শ্রীপুর গ্রামের পল্লী বিদ্যুতের গ্রাহক ইদ্রিস আলী মণ্ডলের পক্ষে। অভিযোগে ট্রান্সফরমার চুরির বিষয়টি উল্লেখ করে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ বিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সরকার অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.