নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নিজের গর্ভধারিণী মাকে গলা টিপে হত্যার অভিযোগে মোশারফ হোসেন (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১১। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে নরসিংদী মডেল থানাধীন দড়ি নবীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গত ১২ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টার দিকে নরসিংদী সদর উপজেলার দড়ি নবীপুর গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, মোশারফ হোসেন জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তার বৃদ্ধ মাকে পায়েস খাওয়ানোর কথা বলে ঘরে ডেকে নেন। পরে কথা কাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তিনি নিজের মাকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করেন।
ঘটনার পর থেকেই র্যাব-১১, সিপিএসসি, নরসিংদীর একটি চৌকস আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে। নিজস্ব গোয়েন্দা নজরদারি ও গোপন তথ্যের ভিত্তিতে বুধবার দুপুর সোয়া ১২টার দিকে দড়ি নবীপুর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত মোশারফ হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোশারফ হোসেন ওই এলাকার মৃত ইউসুফ মিয়ার ছেলে।
র্যাব-১১-এর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাব চাঞ্চল্যকর হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এর ধারাবাহিকতায় ৫ আগস্ট ২০২৪ থেকে এ পর্যন্ত র্যাব-১১ মোট ১৯৩ জন হত্যা মামলার আসামিকে গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদক, অস্ত্র ও অপরাধীকে আইনের আওতায় এনেছে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.