চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার মনোহরপুর মাঠপাড়ায় হারু শাহ্’র মাজারের পেছন থেকে মেহেদী হাসান জাহিদ (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে জীবননগর থানা পুলিশ। নিহত জাহিদ খয়েরহুদা গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে।
জাহিদের পরিবারের দাবি, তাকে ডেকে এনে হত্যা করা হয়েছে। স্থানীয়রা জানায়, এক নারীকে ঘিরে জাহিদের সঙ্গে কয়েকজনের বিরোধ চলছিল। গতকাল রাতের ঘটনা অনুযায়ী, কে বা কারা তাকে পিটিয়ে ওই স্থানে ফেলে যায়। নিহতের শরীরে বহু আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
জীবননগর থানার ওসি সোলায়মান শেখ জানান, খবর পেয়ে তিনি নিজে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.