রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনা জেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন তেরখাদা উপজেলার প্রণব কুমার সাহা। মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে তিনি এ সম্মানজনক স্বীকৃতি অর্জন করেন।
খুলনা জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান স্বাক্ষরিত জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬-এর ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। প্রাপ্ত ফলাফলে দেখা যায়, শিক্ষাদানে দক্ষতা, শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা ও শিক্ষার্থীদের প্রতি নিবেদনমূলক দায়িত্ব পালনের জন্য তাকে জেলার সেরা শ্রেণি শিক্ষক হিসেবে মনোনীত করা হয়।
প্রণব কুমার সাহা তেরখাদা উপজেলার ঐতিহ্যবাহী ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজি বিষয়ের শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। দীর্ঘ ২৬ বছর ধরে তিনি একই বিদ্যালয়ে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
এর আগে তিনি টানা আটবার তেরখাদা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়ে ইতোমধ্যে নিজের যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। জেলা পর্যায়ে এবারের অর্জন তার দীর্ঘদিনের নিষ্ঠা ও পরিশ্রমের স্বীকৃতি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ব্যক্তিগত জীবনে প্রণব কুমার সাহা তেরখাদা উপজেলার সদর ইউনিয়নের মৃত ললিত মোহন সাহার ছেলে। তিনি বর্তমানে উপজেলা সদরের সাহাপাড়া এলাকায় বসবাস করছেন।
শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় অনুভূতি প্রকাশ করে প্রণব কুমার সাহা বলেন, এই অর্জন আমার একার নয়, আমার সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত ভালোবাসার ফল। আগামীতেও শিক্ষার মানোন্নয়নে নিজেকে আরও নিবেদিত রাখতে চাই। তিনি সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেন।
শিক্ষাঙ্গনে তার এই সাফল্যে তেরখাদায় শিক্ষার্থী, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের মাঝে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।

