মোঃ ইব্রাহীম মিঞা,দিনাজপুর প্রতিনিধি
বিরামপুরের ক্রীড়াঙ্গনে যুক্ত হলো গর্বের আরও একটি সাফল্য। ঢাকা ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে সেরা খেলোয়াড় (Man of the Tournament) নির্বাচিত হয়েছেন বিরামপুরের কৃতি সন্তান জাকারিয়া ইসলাম শান্ত।
দেশের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজিত এই প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে ব্যাট ও বল হাতে ধারাবাহিক নৈপুণ্য প্রদর্শন করে তিনি এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করেন। শান্তর এই সাফল্য শুধু ব্যক্তিগত নয়; এটি বিরামপুর উপজেলার ক্রীড়াঙ্গনের জন্যও এক অনন্য অর্জন।
শান্তর এই অর্জনের পেছনে রয়েছে দীর্ঘদিনের পরিশ্রম, শৃঙ্খলাবদ্ধ অনুশীলন ও অদম্য আত্মবিশ্বাস। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি গভীর অনুরাগ নিয়ে বেড়ে ওঠা এই তরুণ খেলোয়াড় ধাপে ধাপে নিজেকে প্রস্তুত করে তুলেছেন বড় মঞ্চের জন্য।
এই সাফল্যের সঙ্গে জড়িয়ে আছে এক আবেগঘন পারিবারিক গল্প। জাকারিয়া ইসলাম শান্তর বাবা মোজাফফর হোসেন, যিনি বিরামপুর পৌরসভার চারবার নির্বাচিত ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর, দীর্ঘদিন ধরে অসুস্থ। বর্তমানে তিনি চেক আপ ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। শয্যাশায়ী বাবার আজীবনের স্বপ্ন—একদিন তাঁর ছেলে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলবে, দেশের পতাকা বুকে ধারণ করে মাঠে নামবে।
ছেলের প্রতিটি সাফল্য যেন নতুন করে শক্তি ও আশার আলো জ্বালাচ্ছে অসুস্থ বাবার চোখে। বাবার সেই স্বপ্ন বাস্তবায়নের পথে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে চলেছে জাকারিয়া ইসলাম শান্ত।
এলাকাবাসী ও ক্রীড়ামোদীরা মনে করছেন, শান্তর এই অর্জন ভবিষ্যতে জাতীয় পর্যায়ে তার পথচলাকে আরও সুদৃঢ় করবে। বিরামপুরবাসী গর্বের সঙ্গে তার পাশে রয়েছে এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.